ব্লগ

আধ্যাত্মিক (ধর্মের মূল বিষয় সম্পর্কে আলোচনা)

লা ইলাহা ইল্লাললাহু" "ইসলামের জীবন

★আধ্যাত্মিক★
★বিসমিল্লাহির রাহমানির রাহীম ★
★★★★★
“লা ইলাহা ইল্লাললাহু” “ইসলামের জীবন ”

(১) পূর্বে কলেমা ৫ টি ভাগে দেখানো হয়েছে।
লা – ইলাহ,- ইল্লা – আল্লাহ – হু
অর্থঃ- নাই – উপাস্য – ব্যাতীত – আল্লাহ – সে ।
(২) নামাজ – মাগরিব, আসর, যোহর, ফজর, এশা, পূর্ণতার অবগাহনে আনুষ্ঠানিকতা, আরও উর্ধে রয়েছে – দায়েমী ও অন্যান্য →সালাত বা নামাজ – যা হাকিকী।
(৩) ফেরেশতা – ইসরাফিল (আঃ), আজাজিল(আঃ),-*যদিও ফেরেশতা নয় *মিকাইল(আঃ),জিবরাইল (আঃ)
(৪) রাহা বা পথঃ- মারেফত, শরিয়ত, তরিকত, হাকিকত, ওহেদানিয়াত।
(৫) জাতের চিহ্ন শরীরেঃ- কান, চক্ষু,
নাক, মুখ, আলাজিহ্বা ইহা জাতের বা মূলের পাঁচ ভাগ দেখানো হয়ে থাকে।
(৬) মোকামঃ- লাহুত, নাসুত, মুলকুত, জবরুত, হাহুত।
জাতের নিশানার সঙ্গে সমন্বয় করলে মোকাম নির্ধারণ বোঝা সহজ হবে। চিশতীয়া এমন অন্য তরিকায় ভিন্ন হতে পারে।
(৭) নফসঃ- মুৎমায়িন্না, আম্মারা, লাওয়ামা, মূলহেমার, রহমানিয়া। একটি মানব – মানবীর পরিবর্তিত অবস্হা। অনুশীলনের মাধ্যমে –
(৮) আত্মাঃ- ইনসানী, হাওয়ানী, নাবাদী, জামাদী, কুদ্মি (ইহাতে পরম সম হয়) যাহাকে পরমআত্মা বলে যা ” রুহ” সমান।
(৯) রং বা বর্ণঃ- সবুজ, হলুদ, লাল, জরুদ, ছফেদ। ( নফসের বা আত্মার)
(১০) রুহঃ-নাজেলকৃত,৫ শক্তিশালী,৩ ফুৎকার,২ নিক্ষেপ,২
ওহি (আদেশ, দাঁড়ানো, ঊরুজ, পাঠানো)৫ কোরআন মতে সংখ্যা উল্লেখ রইলো। মূলের বিষয়ে রুহ বিভাজন নয়।
(১১) ওজুদ বা রহস্যের ভাণ্ডারঃ- ওহেদাল ওজুদ, মোনকেনাল ওজুদ, মোমতানাল ওজুদ, আরেফেল ওজুদ, ওরাউলওরা ওজুদ ইহা ব্যক্তি জন এর বিভিন্নতা হতে পারে।
(১২) ঈমান বা একিনঃ- হাক্কোল একিন, বেলগায়েব একিন, এলমুল একিন, আয়নাল একিন, হুয়াল একিন
ঈমানের স্তর ভেদে নামকরণ।
(১৩) আত্ম সমর্পণঃ- ফানাফিল্লা, সফরদার ওয়াতেন, ফানাফিসসেখ, ফানাফিস রসুল, বাকাবিল্লাহ্।
(১৪) কলেমার নামঃ- কলেমা তামজিদ, কলেমা তৈয়ব, কলেমা শাহাদত, কলেমা তৌহিদ, ইমানে মুফাজ্জাল।
(১৫) পাক পাঞ্জাতনঃ- আলী (আঃ), মা ফাতেমা (আঃ), হাসান (আঃ), হোসাইন (আঃ), রসুল (সঃ)(আঃ)।
(১৬) গোপন নামঃ- ছিররী, রুহী, কালবী, জলি, খফি।
কলেমা তাহকিক ব্যতীত পাঠ করিলে ফাসেক হইবে।
(মহানবী)

মোর্শেদের নিকট থেকে তাহকিক বুঝে নেবেন। বিন্যাস গুলো প্রতিটি ভাগে মিল করলে বুঝতে সহজ হবে।
উল্লেখিত আলোচনা ইসলামের জীবন ” বাদ বাঁকী ইসলামের শরীর” যা কিছু রয়েছে। শরীর আর জীবন কে একত্রিত করলে ধর্মের পূর্ণতা।
বিশেষ দ্রষ্টব্যঃ – কোরআনুল মজিদ এ অনেকেই আয়াত সংখ্যা ৬৬৬৬ উল্লেখ করেন। কিন্তু মুদ্রণকৃত কোরআনুল মাজিদে এই সংখ্যা মিলে না। গণনা করে সত্যতা যাচাই করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button